"বন্ধু তোমার" কি এবং কেন ?

 


“বন্ধু তোমার” বাংলাদেশের একটি মানসিক সহায়তা বিষয়ক অনলাইন পোর্টাল, যেখানে যে কেউ আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জরুরী মানসিক সেবা পেতে পারেন। প্রতিনিয়ত জীবনে আমাদের নতুন নতুন পরীক্ষা পার করতে হয় । টিকে থাকার এই কঠিন প্রতিযোগিতায় অনেক মানুষের মনে হতাশা, একাকীত্ব, মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতা দেখা যায় । জীবনের কঠিনতায় স্বস্তির পরশ এনে দিতে চায় “ বন্ধু তোমার”। মনের কথা গুলোকে বন্ধুর মত শুনে বুঝে মানসিক শক্তি ফিরিয়ে দেয়াই আমাদের লক্ষ্য। “বন্ধু তোমার” গোপনীয়তা এবং সহমর্মিতার সাথে, সম্পুর্ন খোলা মনে মানুষের কথা শোনে এবং প্রয়োজনীয় সেবা দেয়ার চেষ্টা করে।
বিঃদ্রঃ বন্ধু তোমার কোনো চিকিৎসা কেন্দ্র নয়।

Comments

Popular posts from this blog

অনলাইন কাউন্সেলিং সেবা

বন্ধু তোমার

অত্যধিক টেনশনের জন্য যে শারীরিক অসুখগুলি হতে পারে